আমেদাবাদ, ৮ ফেব্রুয়ারি : বোনের বিয়ের জন্য প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেননি কে এল রাহুল। ফিরে এসে কোয়ারেন্টিন পর্ব শেষ করে সোমবার তিনি প্র্যাকটিসে নামেন। রাহুল ফেরায় ভারতীয় ব্যাটিংয়ের শক্তি নিঃসন্দেহে বাড়ল। কিন্তু প্রশ্ন, তিনি কোথায় নামবেন? রোহিত শর্মার সঙ্গে শুরুতে, নাকি তিনে। প্রথম ম্যাচে ঈশান কিসান ভালই শুরু করেছিলেন। রাহুল এলে তাঁর কী হবে?
আরও পড়ুন-পিএম কেয়ার্স ফান্ডের তথ্য ফাঁস, পড়ে আছে বিপুল টাকা, খরচ অল্পই
দলের অপশনাল প্র্যাকটিস হলেও মায়াঙ্ক আগরওয়াল, নভদীপ সাইনিদের নিয়ে সোমবার মাঠে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া রাহুল। মায়াঙ্ক কোয়ারেন্টিন শেষ করার পর ঈশানের জায়গায় তিনিও রোহিতের সঙ্গী হতে পারেন। সেক্ষেত্রে রাহুল সেই তিনেই আসতে পারেন। প্রাথমিক দলে ঈশানের মতো মায়াঙ্কও ছিলেন না। কিন্তু শিখর-ঋতুরাজদের করোনা ধরা পড়ার পর তাঁদের দলে যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন-ক্রিপ্টোকারেন্সি নিয়ে
তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে থাকলেও মিডল অর্ডার বাটিং নিয়ে চিন্তা থেকেই গিয়েছে। প্রথম ম্যাচে রোহিত-ঈশান জুটিতে ৭৭ রান উঠে যাওয়ার পর দ্রুত চার উইকেট চলে গিয়েছিল। এতে হঠাৎ চাপ এসে পড়লেও শেষপর্যন্ত সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরি ও অভিষেক ম্যাচে নামা দীপক হুদার লড়াই ভারতকে ছয় উইকেটে জয় এনে দেয়। রোহিত অবশ্য ৫১ বলে ৬০ রান করে জয়ের ভিত তৈরি করে গিয়েছিলেন। তাঁকে দেখে মনে হয়নি এতদিন মাঠের বাইরে ছিলেন।
কিন্তু বিরাট রান পাননি। প্রথম বলেই বাউন্ডারি দেখে মনে হয়েছিল দিনটা তাঁর। কিন্তু আলজারি জোসেফকে হুক মেরে রোচের হাতে উইকেট দিয়ে আসেন। বোলাররা আজকাল কিং কোহলিকে ফেরানোর অস্ত্র হিসাবে দেখছে এই শর্ট বলকে। বিরাট হুক মারবেন আর বল যাবে বাউন্ডারিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে। তাঁর জন্য অবশ্য রানে ফেরার সুযোগ থাকছে বুধবারের ম্যাচে। দলও এখন চাপমুক্ত বিরাটের কাছে রানই চায়।
আরও পড়ুন-দাউদের বিরুদ্ধে
ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। একশোরও কমে সাতজন ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর জেসন হোল্ডার হাফ সেঞ্চুরি করে দলকে ১৭৬-এ পৌঁছে দিয়েছিলেন। তবে যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে খেলতেই পারেননি বাকি ব্যাটসম্যানরা। আলজারি ম্যাচের পর বলেন, তাঁদের ২৪০-২৫০ রান করা উচিত ছিল। এই ম্যাচে সেই চেষ্টাই করবেন পোলার্ড-পুরানরা। কিন্তু শর্ত হল, স্পিন সামাল দিতে হবে।