সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat)। আর এর মধ্যেই একের পর এক ঘটে যাচ্ছে হিংসার ঘটনা। পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতির কেন্দা এলাকায় কুয়ো থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম পার্থসারথী মাহাতো (৫২)। শনিবার এলাকার একটি কুয়োতে ওই ব্যক্তির মৃতদেহ স্থানীয়রা দেখতে পান । তাঁরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পার্থসারথীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশে খবর দেওয়া হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন-বার্ড ফ্লু আতঙ্কে অসম, মুরগি নেওয়া বন্ধ
পার্থসারথী মাহাতো পুরুলিয়ার পঞ্চা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন। কেন্দা এলাকার বাসিন্দা। সকালে প্রাতঃভ্রমণ করার অভ্যাস ছিল তার। সেদিন সকালেও তিনি হাঁটতে বেরিয়েছিলেন। কিন্তু, বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করেন। স্থানীয় এক বাসিন্দা পার্থসারথীর বাড়ি থেকে একটু দূরে একটি কুয়োতে তাকে ভাসতে দেখেন। দেহ উদ্ধার করে চাকোলতোড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাতুয়াড়ায় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। জানা যাচ্ছে তাঁর হৃদরোগের সমস্যা ছিল। সকালে স্নান করার সময় কোনওভাবে তিনি কুয়োর মধ্যে পড়ে যান বলে মনে করছেন অনেকে। তবে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।