নয়াদিল্লি, ১০ অক্টোবর : রাঁচিতে জিতে কেশব মহারাজকে ধন্যবাদ দিয়েছেন শিখর ধাওয়ান! রাতে শিশির পড়বে তিনি জানতেন। টসে জিতলে দক্ষিণ আফ্রিকাকেই আগে ব্যাট করতে দেবেন ভেবে রেখেছিলেন। মহারাজ জিতে সেটাই করেছেন। এবং ডুবেছেন!
ম্যাচের পরে দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ড ইন ক্যাপ্টেন বললেন, উইকেট স্লো হবে ভেবেছিলেন। কিন্তু তিরিশ ওভারের পর শিশির যে এত সমস্যায় ফেলবে তা আগে ধরতে পারেননি। মহারাজ হয়তো দিল্লিতে আর টস করতে নামবেন না। ফিরছেন বাভুমা। কিন্তু ছোট্ট এক ভুলের চড়া মাশুল গুনে ফেলেছে তাঁদের দল। সমতায় ফেরা ভারত এখন সিরিজ জেতার কথা ভাবছে। ধাওয়ান বলেছেন, ‘‘আমরা পরিকল্পনা করে এগিয়েছি। তরুণ বোলিং ইউনিট নিয়ে আমি সন্তুষ্ট। শাহবাজ খুব ভাল বল করেছে।”
আরও পড়ুন-গতি-বাউন্সের মোকাবিলা পারথে নেটে পুল শট মারছেন বিরাট
দিল্লিতেও রাতের দিকে শিশির পড়বে। বোলাররা বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন। এখানে এমনই হয়। সুতরাং মঙ্গলবারের সিরিজ নির্ধারক ম্যাচে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তবে ধাওয়ানের জন্য বাড়তি সুবিধা এটাই যে, তাঁর ব্যাটাররা দারুণ ফর্মে রয়েছেন। ঈশান কিশান রাঁচিতে সাত রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। যা নিয়ে তাঁর নিজের কোনও আফসোস নেই। ঈশান ম্যাচের পর বলেছেন ‘‘আমি ছক্কা মারতে পারি বলে স্ট্রাইক রোটেট করতে চাইনি। সেঞ্চুরি না হোক, নিজের খেলায় আমি খুশি।” ঈশান আইপিএলেও ৯৯ করে আউট হয়েছেন। তিনি এসবে অভ্যস্ত। তবে শ্রেয়স দলকে জিতিয়েই ফিরেছেন। নামের পাশে এই সেঞ্চুরি দিল্লি ম্যাচের আগে শ্রেয়সকে মানসিকভাবে এগিয়ে রাখবে, এটা বলে দেওয়াই যায়।
আরও পড়ুন-জাঙ্গিপাড়ায় কিশোরী খুনে গ্রেফতার চার
দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে মরণকামড় দেবে। মার্করাম, মালান, মিলার, ক্লাসেন সবাই রানের মধ্যে আছেন। তবে রাবাডা, নরখিয়ার মতো বোলার থাকতেও তাদের বোলিং ইউনিট কিছুটা অফ ফর্মে। এই বোলিংকে রাঁচিতে আরও দিশেহারা লেগেছে শিশিরের জন্য। হয়ত সেই অভিজ্ঞতা দিল্লিতে সাহায্য করবে বাভুমার বোলারদের। ভারতের ক্ষেত্রে আবার এটা বলা যায়, ছয় বোলারে খেলেও আগের দিন অনেক রান দিতে হয়েছে। সিরাজ ছাড়া সিমারদের কেউ চাপ সৃষ্টি করতে পারেননি। স্পিনারদের মধ্যেও সেটা দেখা যায়নি। যে ওয়াশিংটন সুন্দরকে বাকি দুই ম্যাচের জন্য আনা হল, তিনি কোনও ছাপ ফেলতে পারেননি।
আরও পড়ুন-কোচবিহারে সেরাদের দেওয়া হল পুরস্কার
মঙ্গলবার যারা জিতবে, সিরিজ তাদের। শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে। তবে ধাওয়ানের সঙ্গে মোমেন্টাম রয়েছে। তাঁর তরুণ ব্রিগেড দৌড়চ্ছে। দিল্লিতে আর একটা ল্যাপ শেষ করতে পারলেই ২-১। আর মাস পাঁচেকের মধ্যেই দেশের মাঠে একদিনের বিশ্বকাপ। এই পারফরম্যান্স তখন অবশ্যই নির্বাচকদের বিবেচনার মধ্যে থাকবে।