প্রতিবেদন : গত কিছুদিন ধরে নানা ইস্যুতে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কেসিআর এবার প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সরকারের কাছে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর প্রমাণ দাবি করলেন।
আরও পড়ুন-এনসিএ ভবনের কাজ শুরু হল
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে যে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল আমি তার প্রমাণ চাই। ভারত সরকারের কাছে এ ব্যাপারে যে সব প্রমাণ আছে তারা তা দেখাক। কারণ বিজেপি বরাবর মিথ্যা কথা প্রচার করে বিভ্রান্ত করে। তাই মানুষ আজ প্রকৃত সত্যটা জানতে চায়। কেসিআর আরও বলেন, সেনাবাহিনী সীমান্তে যুদ্ধ করছে। অন্যদিকে বিজেপি নির্লজ্জের মতো সেই যুদ্ধের রাজনৈতিক ফায়দা তুলছে। সেনার কৃতিত্বকে নিজেদের কৃতিত্ব বলে তুলে ধরতে চাইছে। অথচ যুদ্ধ করতে গিয়ে একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন। জওয়ানদের আত্মবলিদান ও কৃতিত্বের জন্য দেশ যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু সেনার কৃতিত্বে ভাগ বসিয়ে বিজেপি তা নিজেদের সাফল্য বলে দাবি করছে। এটা মেনে নেওয়া যায় না।