এনসিএ ভবনের কাজ শুরু হল

তবে বেঙ্গালুরুতে এনসিএ-র নতুন ভবন তৈরির কাজ সম্পূর্ণ হতে বছর খানেক সময় লাগবে। তার আগে এদিন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল।

Must read

বেঙ্গালুরু, ১৪ ফেব্রুয়ারি : সোমবার থেকে পথচলা শুরু হল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-র নতুন ভবনের। তবে বেঙ্গালুরুতে এনসিএ-র নতুন ভবন তৈরির কাজ সম্পূর্ণ হতে বছর খানেক সময় লাগবে। তার আগে এদিন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষ কর্তারা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধুমল, যুগ্মসচিব জয়েশ জর্জ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাদের সঙ্গে ছিলেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ।

আরও পড়ুন-ভারসাম্য আছে দলে, দাবি কেকেআর কর্তার

ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি দিয়ে বোর্ড প্রেসিডেন্ট ট্যুইটারে লেখেন, ‘নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি আজ থেকে শুরু হল। বেঙ্গালুরুতে নতুন জায়গায় এর শিলান্যাস হল।’ নতুন এনসিএ ভবন তৈরির জন্য কর্নাটক সরকারের কাছ থেকে ৯৯ বছরের লিজে জমি নেয় বিসিসিআই। নতুন এনসিএ-তে অনেক বড় জায়গায় অত্যাধুনিক সুযোগসুবিধা পাবেন কোচ, ক্রিকেটাররা।

Latest article