৭২ ঘণ্টার মধ্যে জবাব চাইল ক্রীড়ামন্ত্রক

রবিবারই পদত্যাগ করতে পারেন অভিযুক্ত ব্রিজভূষণ

Must read

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে উত্তাল গোটা দেশ। পরিস্থিতি এতটাই জটিল আকার নিয়েছে যে, চাপে পড়ে আসরে নেমেছে ক্রীড়ামন্ত্রক। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জবাবদিহি চেয়েছে রেসলিং ফেডারশন অফ ইন্ডিয়ার কাছে। যা পরিস্থিতি, তাতে রবিবারই পদত্যাগ করতে চলেছেন ফেডারেশন প্রেসিডেন্ট তথা কায়সারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)।

আরও পড়ুন-হঠাৎই প্রধানমন্ত্রী পদে ইস্তফার সিদ্ধান্ত জেসিন্ডার

বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ‘‘অলিম্পিক ও কমনওয়েলথ গেমসের পদকজয়ীরা যে প্রতিবাদ করেছেন এবং জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ও কোচদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই জাতীয় কুস্তি সংস্থার কাছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার জবাবদিহি চাওয়া হয়েছে।’’ বিকেলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে বৈঠক করেন প্রতিবাদী কুস্তিগিররা। তাঁরা জানিয়েছেন, সরকারের তরফে কোনও সন্তোষজনক আশ্বাস পাওয়া যায়নি। সরকার পদক্ষেপ না নিলে এফআইআর দায়ের এবং আদালতে মামলা রুজু করার হুঁশিয়ারি দিয়েছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা। ফেডারেশন প্রেসিডেন্টের পদত্যাগের পাশাপাশি তাঁকে জেলে পাঠানোর দাবি তোলেন কুস্তিগিররা।
গোটা ঘটনার কড়া নিন্দা করে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। যে সমস্ত ছেলে-মেয়ে দেশের জন্য সোনা নিয়ে এসেছে তাদের যদি নিজেদের সম্মান রক্ষার দাবিতে রাজপথে নেমে আসতে হয় তার থেকে লজ্জার আর কিছু নেই। একজন খেলোয়াড় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে আমি সব সময় ওদের পাশে আছি। নিজেদের যোগ্যতায় এই সমস্ত ছেলে মেয়েরা দেশের মুখ উজ্জ্বল করেছে। অথচ আজ তাদেরকে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে ন্যায় পাওয়ার জন্য।’’
এদিন প্রতিবাদী কুস্তিগিরদের ধর্নায় গিয়েছিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাটও। কিন্তু তাঁর সঙ্গে কুস্তিগিররা দেখা করতে চাননি। ফলে বামেদের রাজনীতি করার চেষ্টা ব্যর্থ হয়।

Latest article