সংবাদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীতে (Visva-Bharati University) বহাল অচলাবস্থা। কাটল না জট। আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও খুলল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা পরেও খুলল না হস্টেল। তালাবন্ধ সেন্ট্রাল অফিস এবং সেন্ট্রাল লাইব্রেরিও। টানা দশদিন ধরে অবস্থান বিক্ষোভ ছাত্রদের। রেজিস্ট্রারের অফিসের সামনে চলছে বিক্ষোভ। কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে আদালতের নির্দেশে বসেছে পুলিশ পিকেট। বিশ্বভারতীর (Visva-Bharati University) টিএমসিপি ইউনিটের সভাপতি মীনাক্ষী ভট্টাচার্য বলেন, ‘সবই তালাবন্ধ। আদালতের নির্দেশ ছিল দুই ছাত্র প্রতিনিধি, জেলা প্রশাসনের দুই প্রতিনিধি এবং বিশ্বভারতীর ছয় প্রতিনিধির উপস্থিতিতে তালা খোলা হবে। কিন্তু বিশ্বভারতীর তরফে এ-ব্যাপারে কোনও পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আন্দোলন চলবে।’ ছাত্র সোমনাথ সাউ বলেন, আদালতের নির্দেশ ছিল হোস্টেল না খুলে পরীক্ষা নেওয়া যাবে না। অথচ হোস্টেল না খুলেই পরীক্ষার রুটিন দেওয়া হল। এটা তো আদালত অবমাননা! তাই পরীক্ষা কী করে হবে?
আরও পড়ুন-পাঁচ বছরে হয়েছে পঁচিশ কোটির দুর্নীতি, হলদিয়ায় তোলা আদায়ের পর্দাফাঁস