প্রতিবেদন : রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার করতে রাজ্য সরকার তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে। গত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ওই কমিটি গঠন করেছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। তিনজনের এই কমিটিতে রয়েছেন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
আরও পড়ুন-বার্ধক্যভাতা বন্ধ করল কেন্দ্র
তিন মন্ত্রীর কমিটি রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গনির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। রাজ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। সেই সমস্ত সম্পত্তিগুলির বর্তমান অবস্থা কীরকম এবং কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখবে ওই কমিটি। তিনজন ক্যাবিনেট মন্ত্রীকে ওয়াকফ বোর্ডের বিশেষ দায়িত্ব দেওয়ায়, ওয়াকফ বোর্ডের কাজে আরও অগ্রগতি আসবে বলে মনে করা হচ্ছে।