অনুপম সাহা, শীতলকুচি: শট সার্কিটে মৃত (dead) ১০ জনের পরিবারকে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রী অরূপ বিশ্বাস শীতলকুচি পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। মর্মান্তিক দুর্ঘটনা স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের পর পরিবারের হাতে তুলে দেন ২ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।
আরও পড়ুন-স্কুলে পড়ুয়াদের ভূতের ভয় কাটাল বিজ্ঞান মঞ্চ
মন্ত্রী বলেন, “পুলিশকে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর ভাষা নেই৷ রাজ্য সরকার সবসময় আপনাদের পাশে আছে। তবে মানুষকেও একটু সচেতন হতে হবে।’’ আর্থিক সাহায্য নিতে গিয়ে মন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিজনরা। তাঁদের সান্ত্বনা দেন মন্ত্রী। অভিভাবকের মতো পাশে দাঁড়ান। ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, অভিজিৎ দে ভৌমিক, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন, গিরীন্দ্রনাথ বর্মন, জগদীশ বর্মা বসুনিয়া। প্রসঙ্গত, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, জেনারেটর ও ডিজে সিস্টেম পরীক্ষা করে দেখছেন ফরেনসিক দলের আধিকারিকরা। এ বিষয়ে মাথাভাঙা মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ১৪ জন আহতদের মধ্যে ১২ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ড্রাইভারের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে মেখলিগঞ্জ থানার পুলিশ ১০টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।