পুরপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী

৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করায় তাঁর জায়গায় ২১ অগাস্ট উপনির্বাচন হতে চলেছে।

Must read

সংবাদদাতা, আসানসোল : পূর্বঘোষণা মতো উপনির্বাচনের জন্য মঙ্গলবারই মনোনয়ন (nomination) পেশ করলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। জামুড়িয়া বিধানসভার বেনালি গ্রামটি আসানসোল নগর নিগমের ৬ নম্বর ওয়ার্ডে পড়ে। এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধান। বারাবনির এই তৃণমূল বিধায়ক আসানসোল পুরপ্রধান হিসেবে মনোনীত। কিন্তু সেই পদে থাকতে হলে তাঁকে পুরসভার নির্বাচিত সদস্য হতে হবে। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মেয়র হন। নিয়মানুযায়ী তাঁকে ছ মাসের মধ্যে নির্বাচনে জয়ী হতে হবে।

আরও পড়ুন-মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিল রাজ্য সরকার, পাশে থাকার কথা দিলেন মন্ত্রী

৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করায় তাঁর জায়গায় ২১ অগাস্ট উপনির্বাচন হতে চলেছে। মঙ্গলবার কয়েকজন দলীয় অনুগামী ও তৃণমূল রাজ্য নেতাকে নিয়ে বিধান মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজার দফতরে মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, তৃণমূলের অন্যতম সম্পাদক ভি শিবদাসন দাশু, ডেপুটি মেয়র ওয়াশিমুল হক প্রমুখ। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বিধান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা রাজ্যের সঙ্গে আসানসোল শহরেরও ব্যাপক উন্নয়ন করে চলেছেন, তাতে তাঁর জয় এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ রাজ্যের সর্বস্তরের মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও মঙ্গলবার পর্যন্ত বিজেপি, কংগ্রেস বা বামদলগুলির কোনও প্রার্থীর নামই চূড়ান্ত হয়নি।

Latest article