সংবাদদাতা, শিলিগুড়ি : চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সরকারি ভাবে সিলমোহর দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যে শ্রম দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে উল্লেখ রয়েছে ১ জুন থেকে চা-শ্রমিকদের মজুরি ১৮ টাকা বেড়ে ২৩২ থেকে ২৫০ টাকা হচ্ছে। রাজ্যে সরকারের মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে খুশি চা-শ্রমিকরা। পাশাপাশি আইএনটিটিইউসির জেলা সভাপতি নির্জল দে সমস্ত শ্রমিকের পক্ষ থেকে রাজ্যে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন-নাইটদের ম্যাচ উপহার দিলাম, তোপ বিরাটের
উল্লেখ্য, গত ১২ এপ্রিল শিলিগুড়িতে বিভিন্ন চা-শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। সেদিনই চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা জানিয়েছিলেন তিনি। চা-শ্রমিকদের মজুরি ২৩২ টাকা থেকেও বেড়ে ২৫০ টাকা হল। ২০১১ সালে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসকের ভূমিকায় আসে তখন চা-বাগান শ্রমিকদের মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। ধীরে ধীরে রাজ্যে সরকার চা-বাগান শ্রমিকদের মজুরি বাড়িয়ে বর্তমানে ২৩২ টাকাতে আনে। কিন্তু অন্য বিভিন্ন রাজ্যে চা-শ্রমিকদের মজুরি আরও বেশি। তাই এবার চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি করল রাজ্য সরকার। আগের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ১৮ টাকা করে মজুরি বৃদ্ধি করা হবে।