ডিভিসিকে কড়া চিঠি পাঠাল রাজ্য সরকার

Must read

ডিভিসি জল ছাড়ায় গৃহহীন দক্ষিণবঙ্গের কয়েক লক্ষ মানুষ। রাজ্য সরকার গৃহহীনদের, বাসস্থান, পানীয় জল, খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে এই রিপোর্ট গেলেও তাদের তরফ থেকে বুধবার রাত কোনও সদর্থক বার্তা নবান্নে এসে পৌঁছায়নি। তাই পাল্টা রাজ্যের সেচ দফতর তরফ থেকেও কড়া চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বাংলায় ম্যান মেড বন্যা : ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদের্শে রাজ্যের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দুর্গতদের সঙ্গে কথা বলেছেন তিনি। বানভাসি এলাকাবাসীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দিকেও নজর দিয়েছেন। একেই টানা বৃষ্টিতে জেরবার রাজ্য, এই পরিস্থিতিতে কীভাবে জল ছাড়া হচ্ছে এই নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেন সেচমন্ত্রী। এই বিষয়ে বুধবার সেচমন্ত্রী ডিভিসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক জল ছেড়েছেন এবার জল ছাড়াটা নিয়ন্ত্রণে রাখুন।’ রাজ্যের জলভাসি অবস্থা দেখেও এদিনও প্রায় ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি বলে অভিযে্‌াগ করেন মন্ত্রী। ডিভিসির জলছাড়ার ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ইমেল মারফত ডিভিসিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। সূত্রের খবর, বুধবার পাঞ্চেত থেকে ২০ হাজার কিউসেক ও মাইথন থেকে ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়।

Latest article