১৫ ফুটের চিলা রায়ের মূর্তি, মুখ্যমন্ত্রী চান পুলিশে নারায়ণী সেনাদের

Must read

সংবাদদাতা, কোচবিহার : বীর চিলা রায়ের (Vir Chila Roy) ৫১২তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, “বীর চিলা রায়কে (Vir Chila Roy) সম্মান জানিয়ে তাঁর ১৫ ফুট উচ্চতার একটি মূর্তি করবে রাজ্য সরকার। রাজ্য পুলিশে নারায়ণী সেনাদের নিয়োগ করা হবে। হোমগার্ড, সিভিক ভলেন্টিয়র পদে নিয়োগ হবে। এতে প্রায় ৭০০-৮০০ ছেলেমেয়ের চাকরি হবে।” মুখ্যমন্ত্রী বলেন, “কোচবিহার ২ নম্বর ব্লকে বীর চিলা রায়ের নামে একটি কমিউনিটি হল আমরা করছি। নাম দেওয়া হবে মহাবীর চিলা রায় কমিউনিটি হল। এর জন্য জমি লাগবে এবং খরচ পড়বে ৭৫ লক্ষ টাকা। জেলাশাসকের মাধ্যমে এই কাজ সম্পন্ন হবে।”

আরও পড়ুন-প্রায় ৩০ দিন পরে ঘরে ফিরল অভিষেকের উদ্যোগে নতুন জীবন পাওয়া একরত্তি

এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আরও বলেন, “মহাবীর চিলা রায়ের জন্য আমরা আরও কিছু করতে চাই। তার ৫১২তম জন্মজয়ন্তীতে যোগ্য সম্মান জানাতে এবং রাজবংশী মানুষদের শ্রদ্ধা জানাতে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বীর চিলা রায়ের একটি বড় মূর্তি তৈরি করবে, উচ্চতা ১৫ ফুট হবে। এর সমস্ত খরচ রাজ্য সরকার করবে। এই স্ট্যাচু তৈরিতে খরচ হবে ১৮ লক্ষ টাকা। এই বিশাল মূর্তিটি কোচবিহারের বাবুরহাট তেপতি চেকপোস্ট এলাকায় বসানো হবে। এবং সেখানে একটি দর্শনীয় স্থান হবে।” এরপরই তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আস্থা রাখবেন। ভুল বুঝবেন না। আপনাদের যদি আশা থাকে তা হলে আরও উন্নত হবে। যদি আপনাদের ভরসা থাকে তা হলে কোচবিহারকে উন্নত থেকে উন্নততর, জলপাইগুড়িকে আরও উন্নত থেকে উন্নততর, আলিপুরদুয়ারকে উন্নত থেকে উন্নততর করা হবে। কোচবিহার, নবদ্বীপ হেরিটেজ টাউন হচ্ছে। তা হলে ভাল আলো জ্বলবে। রাস্তাঘাট ভাল হবে।”

Latest article