বিশ্ববিদ্যালয়গুলির জন্য ‘নির্দেশিকা’ জারি করল রাজ্য

Must read

কড়া পদক্ষেপ রাজ্যের (West Bengal)। এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনও বিষয়ে ডিগ্রি কোর্স চালু করতে গেলে উচ্চশিক্ষা দফতরের আগাম অনুমোদন নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলির জন্য কড়া ‘অ্যাডভাইজারি’ জারি করল রাজ্য। উচ্চশিক্ষা দফতরের ছাড়পত্র ছাড়া ডিগ্রি কোর্স চালু করা যাবে না। জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

নির্দেশিকায় রয়েছে, যারা ডিগ্রি কোর্স চালু করার পক্ষে উপযুক্ত নয়, তারাও কোর্সের অনুমোদন পেয়ে যেতে পারে। সেই কারণে এই ছাড়পত্র জরুরি। কারণ, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলির কাছে আবেদন করছে যাদের সেই পরিকাঠামো নেই। বিষয়টি নজরে এসেছে উচ্চশিক্ষা দফতরের। সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলিকে এই নির্দেশ দেওয়া হচ্ছে। NOC দেওয়ার আগে উচ্চশিক্ষা দফতরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন- কালই সৌরভকে নিয়ে রিয়েল মাদ্রিদের মাঠ পরিদর্শন মুখ্যমন্ত্রীর

নির্দেশিকায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। রাজ্যের (West Bengal) কয়েকটি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা দফতরের নিয়ম না মেনে ডিগ্রি কোর্স চালুর অনুমোদন দিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Latest article