প্রতিবেদন : করোনা অতিমারির গ্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল রাজ্য সরকার। করোনা সংক্রমণে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। বিপর্যয় মোকাবিলা দফতর এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে। কীভাবে স্বচ্ছতার সঙ্গে মসৃণভাবে ক্ষতিপূরণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় তা দেখবে ওই কমিটি।
আরও পড়ুন-শীতের সঙ্গে বৃষ্টি
ক্ষতিপূরণের সামগ্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সহায়তা ও পরামর্শ চেয়ে রাজ্যের অর্থ, স্বাস্থ্য, কলকাতা পুরসভা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে।
আরও পড়ুন-অডিও ক্লিপ যাঁর, তিনিই এখন চুপ
দফতর সূত্রে জানা যাচ্ছে, অর্থ দফতরের ছাড়পত্র এলেই এই প্রক্রিয়া দ্রুতগতিতে শুরু করে দেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে তা খতিয়ে দেখে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।
আরও পড়ুন-অডিও ক্লিপ যাঁর, তিনিই এখন চুপ
রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দেওয়া হবে ওই ক্ষতিপূরণ।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যে ১৯,৩৭৬ জন করোনায় মারা গিয়েছেন। তাঁদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা থেকে শুরু করে, ক্ষতিপূরণ প্রাপকদের চিহ্নিত করা সব কিছুই খতিয়ে দেখা হবে। তাই সংশ্লিষ্ট সমস্ত বিভাগ ও দফতরকেই চিঠি দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। পাশাপাশি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার।