সংবাদদাতা, কাকদ্বীপ : তৃণমূল সরকারের আমলে দক্ষিণ ২৪ পরগনায় ডিম ও দুধের উৎপাদন একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার কাকদ্বীপ প্রশাসনিক ভবনে জেলার পর্যালোচনা বৈঠক শেষে এ কথা জানান রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা-সহ দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন-মরণ রে তুঁহু মম শ্যাম সমান
জেলায় ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও মুরগি, হাঁস ও বকনা বাছুর বিলির পরিকল্পনা নেওয়া হয় বৈঠকে। এ বছর জেলার ২৯টি ব্লকে ৪ লক্ষের বেশি মুরগির ছানা ও ৬৫ হাজার ছাগল বিলি করা হয় প্রান্তিক মানুষের মধ্যে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘রাজ্যে কৃষির পর প্রাণিসম্পদ থেকে সবচেয়ে বেশি আর্থিক উপার্জনের সুযোগ মেলে। এই জেলার সুন্দরবন-সহ গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা বিশেষ নজর দিয়েছি। হাঁস, মুরগি, ছাগল, গরু, শুকর পালনে জোর দেওয়া হচ্ছে। দুধ, ডিম, মাংসে আমরা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগোচ্ছি।’ এই জেলার ‘সুন্দরিনী’ প্রকল্প নিয়েও আশাবাদী মন্ত্রী। দুগ্ধ সমবায় নিয়ে মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।