ড্রোন কিনতে এবার কৃষকদের ভর্তুকি দেবে রাজ্য, ফের পাশে বাংলার কৃষকবন্ধু সরকার

বনগাঁ মহকুমা কৃষি দফতরের উদ্যোগে চাষের কাজে ড্রোন ব্যবহারের উপযোগিতা নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের।

Must read

প্রতিবেদন : বনগাঁ মহকুমা কৃষি দফতরের উদ্যোগে চাষের কাজে ড্রোন ব্যবহারের উপযোগিতা নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের। শুক্রবার মহকুমার তিন ব্লকের আগ্রহী কৃষকদের নিয়ে এই কর্মসূচি পালিত হয় সাতবেড়িয়ায়। সময় ও টাকা বাঁচাতে কৃষিকাজে ড্রোন ব্যবহারের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এ ব্যাপারে কৃষকদের আগ্রহ বাড়াতে বড়সড় ভূমিকা নিয়েছে রাজ্যও। কয়েক লক্ষ টাকায় একটি ড্রোন কেনা একজন দরিদ্র কৃষকের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে কৃষকেরা যাতে জমিতে ড্রোনের ব্যবহার করে সফল কৃষিকাজ চালাতে পারেন, সেজন্য ড্রোন কিনতে মোটা টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর ধোঁকা, জেলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক মতুয়াদের

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর রাজ্য সরকার ড্রোন কেনার ক্ষেত্রে ৫০ শতাংশ ভর্তুকি দেবে। ফলে ড্রোন কেনার ক্ষেত্রে এ-বছর কৃষকেরা ৩ লক্ষ টাকা ভর্তুকি পাবেন। এক্ষেত্রে একটি ড্রোন একজন বা একাধিক কৃষক মিলিতভাবে কিনতে পারবেন। এর পাশাপাশি ভাড়া নিয়েও কৃষিকাজে ড্রোন ব্যবহার করা যাবে। এই কারণেই রাজ্যের কৃষকদের সুবিধা ও পরিষেবা দিতে এগিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক ও কৃষকবন্ধু সরকার। কৃষি দফতরের কথায়, কৃষিকাজে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিকভাবে এককালীন খরচ বেশি হলেও একবার কিনে নিতে পারলে সময়ের সাশ্রয় আর খরচ দুটোই তুলনায় কম কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার কতটা উপযোগী এবং কীভাবে তা ব্যবহার করা যায় এ-বিষয়ে কৃষকদের সহযোগিতা করা এবং তাঁদের এ-বিষয়ে আগ্রহ বাড়াতেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। চাষের কাজে ড্রোনের ব্যবহারে তাঁদের উপকার হবে বলে মনে করেন কৃষকেরাও।

Latest article