প্রতিবেদন : পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলা আরও বেড়েছে। এই মুহূর্তে ক্রেমলিনের লক্ষ্য হল ডনবাসকে সম্পূর্ণ ধ্বংস করা। রুশ হামলার হাত থেকে বাঁচতে ফের মিত্র শক্তিগুলির কাছে অস্ত্র সাহায্যের আর্জি জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে ইউক্রেনের আবেদন মেনে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপ্রার্থী দেশের মর্যাদা দেওয়া হল কিয়েভকে। ২৩ জুন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকেই ইউক্রেনকে ই-ইউয়ের সদস্যপ্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের পরই জেলেনস্কি আবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-হামলা রুখতে মার্কিন সেনেটে পাশ হল বন্দুক নিয়ন্ত্রণ বিল
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠকে ইউক্রেন ও মলডোভাকে ই-ইউয়ের সদস্যপ্রার্থীর মর্যাদা দেওয়া হয়েছে। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ মাইকেল এই কথা জানিয়েছেন। ই-ইউয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। তিনি এক ট্যুইট বার্তায় বলেছেন, ই-ইউ ইউক্রেন সম্পর্কের ক্ষেত্রে এটি এক অনন্য এবং ঐতিহাসিক মুহূর্ত। কিয়েভ ই-ইউয়ের এর মধ্যেই থাকবে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তারপরেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করে। উল্লেখ্য, ই-ইউয়ের সদস্য পদ পাওয়ার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে সদস্যপ্রার্থীর মর্যাদা পাওয়া। তবে পূর্ণ সদস্য হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে। শুধু তাই নয়, প্রার্থী হলেই সদস্যপদ নিশ্চিত তাও নয়।
আরও পড়ুন-কাগজ কিনতে পারছে না পাকিস্তান, বন্ধ বই ছাপানো
এদিকে শুক্রবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ডনবাসকে সম্পূর্ণ ধ্বংস করতে রাশিয়া নতুন করে বিমান হামলা চালাতে শুরু করেছে। এই মুহূর্তে ইউক্রেনের আরও অস্ত্রের প্রয়োজন। তাই মিত্রশক্তিগুলির কাছে আবেদন, অবিলম্বে আমাদের অস্ত্র সাহায্য করা হোক। কারণ আমরা চাই আমাদের শহর, আমাদের জমি পুনরুদ্ধার করতে। ইউক্রেনীয় সেনা জানিয়েছে, দেশের পূর্ব প্রান্তে সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় ডনবাসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কিছু মানুষ। শুক্রবারই কিয়েভকে আরও বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।