প্রতিবেদন : বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হিসেবে শিরোপা পেলেও মঙ্গলবার দিনটা একেবারেই ভাল গেল না দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের। বড়সড় পতন দেখা গেল সেনসেক্স, নিফটিতে। দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও পরে সারাদিন বাজারে শেয়ারদরে অবনমন দেখা গেল। এদিন ১০৫৩ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ফলে ৭০ হাজার ৩৭০ পয়েন্টে নেমে গিয়েছে সেনসেক্স। একই অবস্থা নিফটির, ৩৩৩ পয়েন্ট পড়ে বর্তমানে নিফটি দাঁড়িয়ে ২১ হাজার ২৩৮।
আরও পড়ুন-বর্ষসেরা একদিনের দলের নেতা রোহিত, আইসিসির ঘোষণা
সূত্রের খবর, লাগাতার পতনের জেরে এদিন ৬ ঘণ্টায় শেয়ার বাজারের বিনিয়োগকারীরা প্রায় ৮ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার দিনভর বন্ধ ছিল শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধস দেখা যায় একাধিক বড়সড় সংস্থার শেয়ার দরে। তাতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। তাৎপর্যপূর্ণভাবে এদিন বিদেশি বাজারে ধারাবাহিক উত্থান দেখা গেলেও তার ছাপ পড়েনি ভারতীয় বাজারে। ভারতীয় স্টক মার্কেটে এদিন ব্যাঙ্ক, তেল, গ্যাস, এফএমসিজি, অলঙ্কার সংস্থার শেয়ারগুলিতে বড় পতন দেখা গিয়েছে। তুলনামূলক কিছুটা ভাল অবস্থানে ছিল তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ার। উল্লেখ্য, মঙ্গলবার শেয়ার মার্কেটে ভারত এবার হংকংকে পিছনে ফেলে বিশ্বের মধ্যে চতুর্থ বড় স্টক মার্কেট হিসেবে রেকর্ড সৃষ্টি করে। এই তালিকায় প্রথমে স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয়তে চিন এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান। এর পরেই ছিল হংকং। আর এবার হংকংকে এক ঝটকায় সরিয়ে ভারত এল চতুর্থ স্থানে। ব্লুমবার্গ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবারে শেয়ার বাজারের হিসেব অনুযায়ী, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের মোট মূল্য শেষ পর্যন্ত $৪.৩৩ ট্রিলিয়ন, অন্যদিকে হংকংয়ের ঝুলি $৪.২৯ ট্রিলিয়ন পৌঁছেছে। এই হিসেব ভারতকে গোটা দুনিয়ায় চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজার করে তুলেছে। তবে সেরার শিরোপা পেলেও ভয়াবহ ধস নামল দালাল স্ট্রিটে।