ডাক্তারিতে ফিরলেন নন্দীগ্রামের ‘এক টাকার ডাক্তার’

Must read

শান্তনু বেরা,  নন্দীগ্রাম: ‘এক টাকার ডাক্তার’। এই নামেই ডাঃ পার্থপ্রতিম দাসকে (Dr. Partha Pratim Das) পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও খেজুরির মানুষ ভালবেসে ডাকেন। কারণ নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে তিনি (Partha Pratim Das) বেতন নেন মাত্র এক টাকা নেন। বর্তমানে ডাক্তাররা টাকা ছাড়া কিছু চেনেন না, এমন দুর্নামের সময়ে ‘এক টাকার ডাক্তার’ নিঃসন্দেহে উদাহরণ। রাজনীতি ওঁর রক্তে। বর্তমানে রাজ্য তৃণমূল কংগ্রেসের এসসি সেলের সহ-সভাপতি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। আবার খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর। এত কিছুর পরও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বা একনিষ্ঠ ভক্ত বলে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন। মুখ্যমন্ত্রীও তাঁকে বিশেষ স্নেহ করেন। ২০১৮-য় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যানেসথেসিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে খেজুরি থেকে লড়ার জন্য চাকরি থেকে ইস্তফা দেন। সেই চাকরিতে ফের যোগ দিলেন শুক্রবার। এক টাকার ডাক্তারের প্রত্যাবর্তনে বেজায় খুশি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার কর্মকর্তারা। সিএমওএইচ সৌম্য ষড়ঙ্গী বলেন, “নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ওঁর যোগদানে সিজারে খুব সুবিধা হবে। উনি খুবই অভিজ্ঞ ও দক্ষ।”

আরও পড়ুন: রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশকে মান্যতা গ্রিন ট্রাইবুনালের

Latest article