বঙ্গ

ভরায় হিয়া রামপুরিয়া

চিরসবুজ এক পাহাড়ি গ্রাম রামপুরিয়া (Rampuria)। নাম শুনে মনে হতে পারে উত্তরপ্রদেশের কোনও অঞ্চল। ভুল। রামপুরিয়ার অবস্থান এই বাংলায়, উত্তরবঙ্গে। দার্জিলিং জেলায়। দার্জিলিং শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেঞ্চাল অভয়ারণ্যের মাঝে। সুমদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ৫,৭০০ ফুট। এই অভয়ারণ্য ভারতের পুরনো অভয়ারণ্যের মধ্যে একটি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অসাধারণ।
দূষণের বিষাক্ত থাবা পড়েনি কুয়াশামাখা এই বনাঞ্চলে। নেই গাড়ি-ঘোড়ার অতিরিক্ত আওয়াজ, মানুষের অকারণ ভিড়। এককথায় নির্মল পরিবেশ। মুখরিত হয়ে থাকে পাখিদের কলকাকলিতে।
ম্যাগপাই, বাবল, থ্রাশ প্রভৃতি নানা প্রজাতির হিমালয়ান পাখির দেখা মেলে এই পাহাড়ি গ্রামে। বাইনোকুলার নিয়ে আপনমনে ঘুরে বেড়ান পাখিপ্রেমীরা। আসেন ফুলপ্রেমীরাও। কারণ এখানে ফোটে রডোডেনড্রন, ম্যাগনোলিয়া প্রভৃতি নানা জাতের ফুল। আছে ফার্ন, ওক, বাম্বো প্রভৃতি গাছ।

আরও পড়ুন-ম্যানেজমেন্টের জন্য নতুন বিশ্ববিদ্যালয় এবার উত্তরবঙ্গে

বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চা-বাগান। তার মধ্যে অন্যতম রংলি রংলিওট চা-বাগান। ঘুরে দেখা যায়। একটি কুঁড়ি দুটি পাতা তোলার কাজে ডুবে থাকেন হাসি মুখের শ্রমিকরা। নারী-পুরুষ নির্বিশেষে। স্থানীয়দের তৈরি বাগানে জৈবিক উপায়ে হয়ে থাকে নানারকম শাকসবজির চাষ। দেখে মন ভাল হয়ে যায়।
গভীর সেঞ্চাল অভয়ারণ্যের ভিতরে আনন্দের সঙ্গে ট্রেকিং করা যায়। তার জন্য ২০০-৩০০ টাকা দিয়ে একজন গাইড ভাড়া নেওয়া যেতে পারে। অভয়ারণ্যের ভেতরে দেখতে পাবেন সুন্দরী ঝর্না, আকর্ষণীয় কাঞ্চন ফলস, নানারকম বনৌষধী গাছ। ঘুরে বেড়ায় বিভিন্ন পশু। যেমন, বার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ইন্ডিয়ান লেপার্ড, জঙ্গল বিড়াল, রিসাস বানর, আসাম ম্যাকাক, হিমালয়ান ফ্লাইং স্কুইরেল প্রভৃতি। বেড়ানোর সময় তাদের থেকে বজায় রাখতে হবে দূরত্ব।
কবিগুরুর স্মৃতি-বিজড়িত মংপু রামপুরিয়া (Rampuria) থেকে মাত্র ৭ কিমি দূরে। মংপুতে দেখে নিতে পারেন সিঙ্কনা প্লান্টেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুর মিউজিয়াম।

কাছেপিঠে আছে আরও কিছু বেড়ানোর জায়গা। কী কী, একটু চোখ বুলিয়ে নিন।
তাকদা : উত্তরবঙ্গের অন্যতম বেড়ানোর জায়গা তাকদা রামপুরিয়া থেকে মাত্র ৮ কিমি দূরে। ঘুরে দেখে নিতে পারেন অর্কিড সেন্টার, ব্রিটিশদের তৈরি বাংলো ইত্যাদি।
টাইগার হিল : রামপুরিয়া থেকে টাইগার হিল খুব একটা দূরে নয়। চাইলে ঘুরে আসতেই পারেন। টাইগার হিল থেকে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য।
লামাহাট্টা : সময় নিয়ে ঘুরে দেখতে পারেন রামপুরিয়ার অদূরে লামাহাটা গ্রামটি। আকর্ষণের কেন্দ্রে আছে ইকো-পার্ক। কুয়াশা এবং মেঘমুক্ত থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়।
তিঞ্চুলে : সবুজে মোড়া এক গ্রাম তিঞ্চুলে। সুন্দর এবং শান্ত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অসাধারণ। অবস্থান রামপুরিয়ার কাছেই।
ঘুম : সময় বের করে ঘুরে আসতে পারেন ঘুম। আছে মনাস্ট্রি। রামপুরিয়া থেকে খুব একটা দূরে নয়। প্রকৃতি এখানে রূপের পশরা সাজিয়ে বসেছে।

কীভাবে যাবেন?
মহানগর থেকে ট্রেনে অথবা বিমানে পৌঁছে যান শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি। দু-জায়গা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে রামপুরিয়া যেতে পারেন। আনুমানিক খরচ ৩০০০-৩৫০০ টাকা। পৌঁছতে সময় লাগবে মোটামুটি ৩ ঘণ্টা। যাওয়া যায় শেয়ার গাড়িতে চেপেও। প্রথমে দার্জিলিংগামী গাড়িতে উঠে জোড়বাংলো, সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন রামপুরিয়ার জন্য। এ ছাড়াও জোড়বাংলো থেকে সিক্সথ মাইল বাজার এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন রামপুরিয়া পর্যন্ত।

কোথায় থাকবেন?
রামপুরিয়ায় আছে কয়েকটি হোমস্টে। স্থানীয় বাসিন্দারা বাড়িতেই হোমস্টে চালু করেছেন। পাহাড়ি এই গ্রামে থাকতে হলে এইসব হোমস্টেগুলি অন্যতম ভরসা। থাকার সুব্যবস্থা আছে। রুমগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন। খোলা জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। হোমস্টেতে থাকতে গেলে আগে থেকে রুম বুক করে নেওয়াই ভাল। পর্যটকদের সুবিধার জন্য দুটি হোমস্টের মোবাইল নম্বর দেওয়া হল :
রামপুরিয়া হোমস্টে ৯৮৩৬৫-৯৯৮৮৯, আদর্শ হোমস্টে রামপুরিয়া ৮১১৬২-৩৭৬৩৯।
থাকা-খাওয়া নিয়ে প্রতিদিন মাথাপিছু আনুমানিক ১২০০ টাকার মতো খরচ পড়ে। আগেই বিস্তারিতভাবে কথা বলে নেবেন।
রামপুরিয়া (Rampuria) বেড়ানোর আদর্শ সময় মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর। কী ভাবছেন? কয়েকদিনের জন্য ঘুরে আসবেন? তাহলে চটপট ব্যাগ গুছিয়ে নিন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago