জনজাতির প্রথম প্রধান ডুকপাকন্যা, বিস্ময়কর লড়াই সোনমের

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার (বক্সা): নারীদের ক্ষমতায়নে দেশে দৃষ্টান্ত তৈরি করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে— দলে, সংসদে, বিধানসভায়, মন্ত্রিসভায় সর্বত্র মহিলাদের এগিয়ে দিয়েছেন দলনেত্রী। সেই ধারা বজায় রেখেই এবার বক্সা পাহাড়ের প্রত্যন্ত আদিম জনজাতি-কন্যাকে পঞ্চায়েত প্রধান করে আবারও নজির গড়ল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী, জনজাতির মেয়েদের নতুন ভোর দেখিয়েছেন। তাঁদের সমাজের উচ্চস্তরে তুলে এনেছেন। স্বাধীনতার ৭৬ বছর পর এই প্রথম রাজাভাতখাওয়া পঞ্চায়েতের প্রধান হলেন বক্সা পাহাড়ের ডুকপা জনজাতি-কন্যা সোনম জাংমো ডুকপা (Sonam)। সমতল থেকে প্রায় ২৮০০ ফুট উচ্চতায় অবস্থিত কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের আদমা গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছিল তাঁকে। জয়গাঁও ননী ভট্টাচার্য স্মৃতি মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের কলা বিভাগের ছাত্রী সোনম এখন রাজাভাতখাওয়া পঞ্চায়েতের প্রধান। বাবা কোপি ডুকপা ও মা পেমাজাম ডুকপা। দুই ভাই দিল্লিতে বৌদ্ধধর্মের শিক্ষা নিচ্ছে। ছোট্ট সংসারে সোনমই মূল চালিকাশক্তি। কৃষক পরিবারের মেয়ে সোনম কলেজে ভর্তি হওয়ার সময়ই মানুষের পাশে থাকার শপথ নিয়েছিলেন। যোগ দেন রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা। বিগত পাঁচ বছর সোনম ওই এলাকার পঞ্চায়েত সদস্যা ছিলেন। বক্সা পাহাড়ে পানীয় জল, সেতু, হেলথ সেন্টার তাঁর উদ্যোগেই হয়েছে। তাই এবার ভোট জিততে তাঁকে কোনও বেগ পেতে হয়নি। মুখে জয়ের হাসি, চোখে আরও উন্নয়নের স্বপ্ন। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ, স্বভাবে শান্ত অথচ লড়াকু মেয়ে সোনম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আমাকে অনুপ্রাণিত করে। জন্মের পর থেকে আমরা বুঝতে পারি বক্সা পাহাড়ে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই আমাদের থাকতে হবে। তবে সারা রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, তাহলে আমরাই বা বাদ যাব কেন? তাই মানুষের পাশে দাঁড়াতে রাজনীতিতে যোগ দিয়েছি। বক্সা পাহাড় থেকে প্রতিদিন রাজাভাতখাওয়া যাওয়া-আসা করা কঠিন কাজ, তাই রাজাভাতখাওয়াতেই একটি ঘর ভাড়া করে থাকি। মাঝমধ্যে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে বাড়িতে যাই। পঞ্চায়েতের কাজের সঙ্গে সমানতালে নিজের লেখাপড়াও জারি রেখেছেন সোনম। সোনম প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ও জনজাতির মহিলাদের ক্ষমতায়নের উপর এবার বিশেষ জোর দিয়েছেন। তার জ্বলন্ত উদাহরণ বক্সা পাহাড়ের সোনম (Sonam)।

আরও পড়ুন-যাদবপুর-কাণ্ডে স্ক্যানারে আরও ৬ পড়ুয়া, ৯ অগাস্টের পুনর্নির্মাণ

Latest article