রাত পোহালেই দরজায় কড়া নাড়ছে নতুন বছর। একবার এক নজরে দেখে নেওয়া যাক, ২০২১ সালে (Sports 2021) ভারতীয় ক্রীড়া মহলের প্রাপ্তি কী কী। সাফল্য এবং ব্যর্থতা মিলিয়ে কেমন কাটল এই বছরটা।
২০২১ সাল (Sports 2021) ছিল অলিম্পিকের বছর। আর টোকিওতে আয়োজিত অলিম্পিকে ভারতীয় দলের ঝুলিতে এসেছে সব মিলিয়ে মোট ৭টি পদক। যা অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা সাফল্য। একটি সোনা, দু’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় শিবির। তবে বছরের সেরা প্রাপ্তি টোকিওতে নীরজ চোপড়ার সোনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম অলিম্পিক পদক ভারতের উপহার দিয়েছেন নীরজ। তাও আবার সোনা! শুধু তাই নয়, পুরুষদের জ্যাভলিনে নতুন রেকর্ড গড়ে এই সোনা জিতেছিলেন নীরজ।
শুধু তাই নয়, হকিতেও বছরটা দারুণ কেটেছে ভারতের। দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিক পদক (ব্রোঞ্জ) জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। যা নিঃসন্দেহে বছরের অন্যতম সেরা প্রাপ্তি। মেয়েরাও প্রথমবার অলিম্পিক হকির শেষ চারে উঠে নজির গড়েছেন। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও রানি রামপালদের কৃতিত্বকে খাটো করা যাবে না। একই সঙ্গে নাম করতে হবে পি ভি সিন্ধুর। প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় (দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ) হিসেবে পরপর দু’টি অলিম্পিকের আসর থেকে পদক জিতেছেন সিন্ধু। এছাড়া ভারোত্তোলনে মীরাবাই চানু এবং রবি কুমার দাহিয়ার অলিম্পিকে রুপো জয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য। প্যারাঅলিম্পিকের আসরেও পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছ’টি ব্রোঞ্জ সমেত মোট ১৯টি পদক জিতে নতুন নজির গড়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা।
আরও পড়ুন-দৌড়ে মান্ধানা
ভারতীয় ফুটবলেও জন্যও বছরটা ঘটনাবহুল। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন’ পুরস্কার পেয়েছেন সুনীল ছেত্রী। মহিলা ফুটবলার বেমবেম দেবী পেয়েছেন পদ্মশ্রী সম্মান। এছাড়া এই প্রথমবার ভারতীয় মহিলা ফুটবল দলের ব্রাজিল সফর।
সবশেষে ক্রিকেট। ভাঙাচোরা দল নিয়েও অস্ট্রেলিয়ার মাটি থেকে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজ জয়। এরপর ইংল্যান্ড সফরে গিয়েও বিরাট কোহলিরা টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন করোনার জন্য সিরিজ স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত। কিন্তু এর পাশাপাশি টি-২০ বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সও রয়েছে। তবে বছরের শেষ দিকটা বিতর্ক দিয়েই শেষ হয়েছে। স্বেচ্ছায় টি-২০ নেতৃত্ব ছাড়ার পর, বিরাটের হাত থেকে ওয়ান ডে নেতৃত্ব প্রায় কেড়ে নিয়েছে বিসিসিআই। এই প্রসঙ্গে বিরাট যেভাবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিবৃতি নস্যাৎ করে দিয়েছেন, তা নিয়ে উত্তেজনার রেশ এখনও কমেনি। তবে সব ভাল যার শেষ ভাল। সেঞ্চুরিয়ন টেস্ট জয় দিয়েই বছরটা শেষ করলেন বিরাটরা।