ডার্বির জোর প্রস্তুতি লাল-হলুদে

পড়শি ক্লাবের কোচ নিজের ফুটবলারদের দু’দিনের ছুটি দিলেও, স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু ডার্বির প্রস্তুতিতে মগ্ন।

Must read

প্রতিবেদন : পড়শি ক্লাবের কোচ নিজের ফুটবলারদের দু’দিনের ছুটি দিলেও, স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু ডার্বির প্রস্তুতিতে মগ্ন। সোমবার সকালে ফুটবলারদের নিয়ে রীতিমতো জোরকদমে অনুশীলন সারলেন ইস্টবেঙ্গল কোচ। আগামী শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচকে স্টিফেন যে বাড়তি গুরুত্ব দিচ্ছেন, সেটা তাঁর এই মনোভাবেই স্পষ্ট।

আরও পড়ুন –রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা

লাল-হলুদ সমর্থকদের জন্য সুখবর, আগের থেকে অনেকটাই ফিট হয়ে গিয়েছেন দুই ব্রাজিলিয়ান তারকা লিমা ও এলিয়ানড্রো। ফলে ডার্বিতে তাঁদের মাঠে নামার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। গত দু’বছরের তুলনায় এবারের আইএসএলের শুরুটা ভাল করেছে ইস্টবেঙ্গল। পরপর দুটো হারের পর শেষ ম্যাচে নর্থইস্টকে হারিয়েছেন ক্লেটন সিলভারা। এই ছন্দ ডার্বিতেও বজায় রাখতে মরিয়া স্টিফেন। ডুরান্ড কাপে মোহনবাগানের বিরুদ্ধে হারলেও লড়াই করেছিল ইস্টবেঙ্গল। স্টিফেন নিজেও মনে করছেন, এই মুহূর্তে তাঁর দল ডুরান্ড কাপের থেকে অনেক বেশি তৈরি। গত দু’বছরে মোহনবাগানের মুখোমুখি হলেই হারতে হয়েছে লাল-হলুদকে। শনিবার সেই মিথ ভেঙে দিতে চান স্টিফেন। প্রসঙ্গত, গত দু’দিন ধরে সিনিয়র দলের অনুশীলনে যোগ দিয়েছেন অনিকেত যাদব।

আরও পড়ুন –নো বল নিয়ে আম্পায়ারদের একহাত বিশ্বকাপেই আবার দেখা হবে: শোয়েব

এদিকে, মঙ্গলবার থেকেই ফুটবলারদের নিয়ে বড় ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন জুয়ান ফেরান্দো। ফুটবলারদের ছুটি দিলেও এই দুটো দিন ডার্বি নিয়ে নিজের পরিকল্পনা গুছিয়ে রেখেছেন বাগান কোচ।

Latest article