প্রতিবেদন: বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশের বারণসীতে কালো পতাকা দেখানো হয়। ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি। এর প্রতিবাদে শুক্রবার রবীন্দ্রভারতী, প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ দেখায় টিএমসিপির কর্মী-সমর্থকরা। হাতে কালো পতাকা ও কালো কাপড়ে মুখ ঢেকে দুপুরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গানবাজনার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন-প্রতিবাদে উত্তাল দুই নগরী হাওড়ায় মহামিছিল
পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটেও গানে গানে প্রতিবাদ জানানো হয়। গঙ্গার পবিত্র জলে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথের প্রতীকী বিসর্জন দেওয়াও হয়। বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটেও গানে গানে প্রতিবাদ জানায় টিএমসিপি। সেখানে প্রতিবাদের পাশাপাশি গঙ্গার পবিত্র জলে ফুল নিয়ে সংগঠনের সদস্যরা এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেন। প্রতিটি প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং রাজ্য কমিটির সদস্যরা।
আরও পড়ুন-অর্জুন-বাহিনীর তাণ্ডব
তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, ‘‘এই ন্যক্কারজনক ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের প্রতিবাদে গঙ্গার পবিত্র জলে নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে বিসর্জন দিয়ে প্রতীকী প্রতিবাদ জানালাম। আগামী দিনে নেত্রীর অপমান হলে ফের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা ক্ষেত্রে তার যোগ্য জবাব দেবে টিএমসিপি।’’ টিএমসিপির রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী জানান, ‘‘প্রতিটি ক্ষেত্রে যখনই আমাদের নেত্রী, জোড়াফুল ও দেশের উপর আঘাত আসবে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রতিবাদে নামবে।’’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…