দুর্নীতির অভিযোগ পেয়েই ব্যবস্থা নিলেন পুলিশ সুপার

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনও ধরনের প্রশাসনিক দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে তাঁকে অভিযোগ জানাতে হবে, তিনি ব্যবস্থা নেবেন।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনও ধরনের প্রশাসনিক দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে তাঁকে অভিযোগ জানাতে হবে, তিনি ব্যবস্থা নেবেন। জমিতে ধানকাটা এবং ধান নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হারভেস্টার-ট্রাক্টর থেকে পুলিশ টাকা তুলছিল, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বালুরঘাট থানার আইসি-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন পুলিশ সুপার।

আরও পড়ুন-চারধাম যাত্রা শুরুর পর এখনও পর্যন্ত পথেই মৃত্যু ৩৯ পুণ্যার্থীর

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাঁড় গ্রাম পঞ্চায়েতের ভেরেন্ডা গ্রামে বোরো ধান কাটার কাজ চলছে। যে কাজে ব্যবহৃত হচ্ছে হারভেস্টার এবং ট্রাক্টর। গ্রামবাসীদের অভিযোগ, কিছু পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার্স গ্রামে এসে দুই-তিনটি ট্রাক্টর থেকে ৭-১০ হাজার টাকা তোলা নিয়ে যাচ্ছে। রবিবারের পর সোমবার ফের তাঁদের গ্রামে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার্স কর্মীরা এলে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে। গ্রামবাসীদের অভিযোগের খবর পুলিশ সুপারের কানে পৌঁছতেই বালুরঘাট থানার ভারপ্রাপ্ত পরিদর্শককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে বলেন, পুলিশ যদি এ কাজ করে থাকে, কড়া পদক্ষেপ নেব।

Latest article