প্রতিবেদন : ১০ বছর ধরে কারাদণ্ড ভোগ করা আসামিদের জন্য বড় খবর শোনাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা ১০ বছরের কারাদণ্ড পূর্ণ করলে জামিনে মুক্তি দেওয়া উচিত। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, কারাগারে বন্দির সংখ্যা কমানোর বিষয়টিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ আদালত বলেছে, বছরের পর বছর ধরে যে সব মামলা বিচারাধীন রয়েছে এবং অদূর ভবিষ্যতে যে সব মামলার আশু শুনানির সম্ভাবনা নেই, সেই সব ক্ষেত্রে জামিনের বিষয়টি নিয়ে বাস্তবসম্মত চিন্তাভাবনা করা দরকার।
আরও পড়ুন-তৃণমূলের প্রশ্নের সদুত্তর দিলেন না কেন্দ্রীয় মন্ত্রী
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কাউল এবং বিচারপতি অভয় এস ওকার একটি বেঞ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের জামিনের আবেদনের শুনানি করছিলেন। সেইসময় এই নির্দেশ দেওয়া হয়। বেঞ্চ বলেছে, মূলত দুটি বিষয়কে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। প্রথমত, যে সব অভিযুক্তরা ১০ বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেছেন এবং যাঁদের ভবিষ্যতে শুনানির সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, যাঁরা ইতিমধ্যেই ১৪ বছরের বেশি কারাদণ্ড ভোগ করেছেন৷ এই ধরনের মামলা খুঁজে বের করে সিদ্ধান্ত নিতে হবে। অ্যামিকাস কিউরি গৌরব আগরওয়াল বলেছেন যে শীর্ষ আদালতের পূর্ববর্তী আদেশ অনুসারে ছ’টি উচ্চ আদালতকে বিশদ বিবরণ দেওয়ার জন্য তিনি একটি হলফনামা দাখিল করেছেন।
আরও পড়ুন-প্রাথমিকে শুরু নিয়োগ, ডাক ১৮৯ জনকে
হাইকোর্টের তথ্য থেকে জানা গিয়েছে যে ৫৭৪০টি মামলা রয়েছে যা সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ স্তরে বিচারাধীন। এলাহাবাদ হাইকোর্টে সর্বোচ্চ বিচারাধীন আপিল রয়েছে এবং ৩৮৫ জন দোষী রয়েছেন যাঁদের ১৪ বছরেরও বেশি সাজা ভোগ করা হয়ে গিয়েছে। পাটনা হাইকোর্টের তথ্য অনুসারে, ২৬৮ জন দোষীর মামলা নির্দিষ্ট সময়ের আগে মুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে সাজাপ্রাপ্ত আসামিদের জামিন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে উচ্চ আদালত।