করোনায় মৃতদের পরিবারকে দশদিনের মধ্যে ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Must read

প্রতিবেদন : কোনওমতেই আর দেরি মেনে নেওয়া হবে না। করোনায় যাঁদের মৃত্যু হয়েছে, আগামী ১০ দিনের মধ্যেই তাঁদের পরিবারের হাতে তুলে দিতে হবে ক্ষতিপূরণ। শুক্রবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আরও পড়ুন – বড় ক্ষতির মুখে মার্ক জুকেরবার্গ

শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে একটি মামলার শুনানি হয়। বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বি ভি নাগারথনার বেঞ্চ এই মামলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে, এক সপ্তাহের মধ্যে করোনায় মৃতদের নাম-ঠিকানা, মৃত্যুর শংসাপত্র-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করতে হবে। করোনার কারণে যে সমস্ত শিশু অনাথ হয়েছে, তাদেরও সমস্ত নথিপত্র জোগাড় করতে হবে।

একই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ এদিন জানিয়েছে, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি টালবাহানা করছে। কিন্তু কোনওভাবেই তাদের এই কাজ আর মেনে নেওয়া হবে না। বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখিয়ে বহু মৃতের পরিবারের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এটা মানা হবে না। এদিন বেঞ্চ আরও জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে কেউ যদি আবেদন করতে না পারেন তাঁদের অবিলম্বে আবেদন করার সুযোগ করে দিতে হবে। একইসঙ্গে করোনায় মৃতদের পরিবারকে ১০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেয় বেঞ্চ। ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত এই মামলায় বিভিন্ন রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে শীর্ষ আদালত।

Latest article