প্রতিবেদন : রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল দীর্ঘদিন ধরে রাজ্যপাল আটকে রাখায় কড়া তোপ দাগল সুপ্রিম কোর্ট। শুক্রবার পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতকে শীর্ষ আদালত বলেছে, আপনি আগুন নিয়ে খেলছেন! বিধানসভায় পাশ করা বিলগুলিতে সম্মতি দিতে টালবাহানা করার জন্য রাজ্যপালের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতিরা। শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, আপনি আগুন নিয়ে খেলছেন।
আরও পড়ুন-হামাসের হত্যালীলার ছবি তোলা চিত্রসাংবাদিকদের শাস্তির দাবি
রাজ্যপালের ভূমিকার বিরুদ্ধে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছে পাঞ্জাবের আপ সরকার। অভিযোগ, অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালরা কার্যত মোদি সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছেন। নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে পদে পদে অসহযোগিতা করছেন। বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিলগুলি অনুমোদন না দিয়ে ফেলে রাখছেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে এই নিয়ে শুনান চলছে। ভারত ‘প্রতিষ্ঠিত ঐতিহ্য এবং নিয়মাবলি’ নিয়ে চলছে উল্লেখ করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, পাঞ্জাব সরকার এবং রাজ্যপালের মধ্যে এই অচলাবস্থা মেনে নেওয়া যায় না। শুক্রবার শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছে, পাঞ্জাবে যা ঘটছে তাতে আমরা খুশি নই। এটা গুরুতর উদ্বেগের বিষয়।
আরও পড়ুন-কর্মসূচির দিনই ডাকছে, এজেন্সি দিয়ে হেনস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ অভিষেকের
সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর চাপে পড়ে পাঞ্জাবের রাজ্যপাল পুরোহিত আপ নেতৃত্বাধীন সরকারের দ্বারা বিধানসভায় পাশ হওয়া ২৭টি বিলের মধ্যে ২২টিতে সম্মতি দিয়েছেন। পুরোহিত এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-নেতৃত্বাধীন সরকারের মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্ব তিনটি অর্থ বিল সম্পর্কিত, যা ২০ অক্টোবর চতুর্থ বাজেট অধিবেশনের একটি বিশেষ অধিবেশনের সময় রাজ্য দ্বারা উত্থাপন করার প্রস্তাব করা হয়েছিল।