নজরদারি চালাতে নয়া ফন্দি কেন্দ্রের

ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : এবার থেকে জেলবন্দি এবং তাদের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের ওপরও নজরদারি করতে চায় মোদি সরকার। তাই বন্দি এবং তাদের সাক্ষাৎপ্রার্থীদের জন্য আধার বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-দীর্ঘদিন বিল আটকে রাখায় পাঞ্জাবের রাজ্যপালকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কাজের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করা হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই নির্দেশিকা ঐচ্ছিক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রের পাঠানো নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে তাদের নির্দেশিকা পরিবর্তন করতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, জেলবন্দি এবং তাদের সঙ্গে জড়িত সমস্ত পক্ষের পরিচয় যাচাই প্রয়োজনীয় হয়ে পড়েছে। আধার যাচাই পদ্ধতির মাধ্যমেই তা সম্ভব।

Latest article