প্রতিবেদন : বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস (HS Syllabus) বদল প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারণেই আগে উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস বদল করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ শনিবার সেই নিয়েই বৈঠক রয়েছে বিদ্যাসাগর ভবনে। কীভাবে কোন বিষয়ে কতটা বদল আনা হবে তাই নিয়েই মূলত আলোচনা হবে এদিন। বৈঠকে ৪৭টি বিষয়ের জন্য তৈরি হওয়া বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উপস্থিত থাকবেন। তবে মাধ্যমিক স্তরে সিলেবাস এখনই বদলাচ্ছে না। উল্লেখ্য, দশ বছর পর আবার উচ্চমাধ্যমিকের সিলেবাস বদল হচ্ছে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পড়ুয়াদের স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে শিক্ষানীতিতে আনা হচ্ছে বড় বদল। সিবিএসই ও আইসিএসই-র ধাঁচে পরীক্ষা ব্যবস্থা ও সিলেবাস বদল করতে চাইছে সংশ্লিষ্ট দফতর। জাতীয় শিক্ষানীতি সঙ্গে একমত না হলেও কিছুক্ষেত্রে পড়ুয়াদের স্বার্থেই বিশেষ পদক্ষেপ করছে রাজ্য। স্কুল শিক্ষায় অবশ্য জাতীয় শিক্ষানীতির সুপারিশ এখনই মানছে না বাংলা। যদিও পড়ুয়াদের স্বার্থে জাতীয় শিক্ষানীতির সঙ্গে খানিকটা সঙ্গতি রাখতে কিছু ক্ষেত্রে বদল করা হবে সিলেবাস (HS Syllabus)।
আরও পড়ুন- তৃণমূলের তিন দাবিতে সংসদ আবার উত্তাল
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ‘সিলেবাস এক্সপার্ট কমিটি’কে দিয়ে পরিবর্তন করিয়েছিল। বইগুলিকেও আধুনিক এবং পড়ুয়াদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়। মাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন কিছু দেরিতে এলেও অসুবিধা নেই বলে মনে করছেন শিক্ষাবিদরা। তাই এরপর ধীরে ধীরে নিচু ক্লাসের সিলেবাস বদলের জন্য আবার বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে। তারপর নিচু ক্লাস ও মাধ্যমিক স্তরে সিলেবাস বদল করা হতে পারে।