পোর্ট অফ স্পেন, ২৩ জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত লড়াই করে নিকোলাস পুরানরা বুঝিয়ে দিলেন, সিরিজে ভারতীয়দের কাজটা সহজ হবে না।
কুইন্স পার্ক ওভালে শেষ ওভার পর্যন্ত চলল লড়াই। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। রোমারিও শেফার্ডকে আটকে রেখে ১১ রান দিয়ে ম্যাচ শেষ করেন মহম্মদ সিরাজ। ভারত জেতে ৩ রানে। অধিনায়ক শিখর ধাওয়ান (৯৭) ও শুভমান গিলের (৬৪) ব্যাটিং দাপটে ভারতের ৩০৮-৭ স্কোরের জবাবে ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ৩০৫-৬ স্কোরে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে মেন ইন ব্লু।
আরও পড়ুন-নীরজের সামনে আজ ইতিহাস ছোঁয়ার সুযোগ, সপ্তম স্থানে শেষ করলেন অন্নু
তবে সিরিজের প্রথম ম্যাচে বড় ফাঁড়া কাটল ভারতের। ৩০৯ রান তাড়া করতে নেমে রানটা প্রায় তুলেই ফেলেছিল নিকোলাস পুরানের দল। ওপেনার কাইল মেয়ার্স (৭৫), ব্রেন্ডন কিংয়ের (৫৪) হাফসেঞ্চুরি একটা সময় চাপে ফেলে দিয়েছিল ভারতকে। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণদের বোলিং আক্রমণকে কার্যত ভোঁতা করে দিয়েছিলেন তাঁরা। শামারহ ব্রুকস করেন ৪৬ রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫ রান টি-২০ যুগে অনায়াসে তুলে ফেলা সম্ভব। শেফার্ড ও আকিল হোসেন রানটা তুলতে পারেননি সিরাজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারণে।
ম্যাচ শেষে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, শেষ ওভারে তাঁরা চাপে পড়েননি। ভারতীয় স্পিনারের দাবি, সিরাজের উপর তাঁদের অগাধ আস্থা ছিল। চাহালের কথায়, ‘‘আমাদের বিশ্বাস ছিল যে, সিরাজ শেষ ওভারে ১৫ রানের কম দেবে। কারণ, তার আগের দুই ওভারে ও খুব ভাল ইয়র্কার দিচ্ছিল। তাই ওর উপর আমাদের আস্থা ছিল।’’
আরও পড়ুন-মুড়িতেও জিএসটি, মোদিজি, খাব কী?
চাহাল আরও বলেন, ‘‘আমরা ঠিক করেছিলাম মাঠের যে দিকটা বড় সে দিকে ওদের ব্যাটারদের খেলতে বাধ্য করব। সে ভাবেই বল করছিলাম। ওরা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমরাই জিতেছি। পরের ম্যাচেও পরিকল্পনা কাজে লাগিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’’