নীরজের সামনে আজ ইতিহাস ছোঁয়ার সুযোগ, সপ্তম স্থানে শেষ করলেন অন্নু

যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে উঠেছেন নীরজ। সব থেকে বেশি দূরত্ব ছুঁড়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

Must read

ইউজিন, ২৩ জুলাই : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদকের অপেক্ষা বাড়ল। আশা জাগিয়েও মেয়েদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ভারতের অন্নু রানি শেষ করলেন সপ্তম স্থানে। দোহার পর ওরিগনেও পদক অধরা রইল অন্নুর। শনিবার ফাইনালে দ্বিতীয় বারের থ্রো’য়ে অন্নু ছোঁড়েন ৬১.১২ মিটার। ছ’টি থ্রোয়ের মধ্যে এটিই সেরা থ্রো তাঁর।

আরও পড়ুন-মুড়িতেও জিএসটি, মোদিজি, খাব কী?

অন্নুর স্বপ্নভঙ্গের চব্বিশ ঘণ্টার মধ্যেই ইতিহাস তৈরির লক্ষ্যে ট্র্যাকে নামছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। রবিবার ভোরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্পে ব্রোঞ্জ পেয়েছিলেন অঞ্জু ববি জর্জ। ১৯ বছর পর ভারতকে পদক এনে দিতে পারেন নীরজ। কিন্তু অলিম্পিকে সোনা জয়ী নীরজের হাতে সোনাই দেখছেন দেশবাসী।

আরও পড়ুন-তৈরি হবে রেল, মেট্রোর ওয়াগন হিন্দমোটর ফের খুলছে

যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে উঠেছেন নীরজ। সব থেকে বেশি দূরত্ব ছুঁড়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ফাইনালে তিনিই কাঁটা। পিটার্সকে পিছনে ফেলার চ্যালেঞ্জ টোকিওর নায়কের। একই সঙ্গে কেরিয়ারে প্রথমবার ৯০ মিটার দূরত্ব পার করার চ্যালেঞ্জও সামনে রেখেছেন নীরজ। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের আর এক প্রতিযোগী রোহিত যাদবও।

Latest article