কলকাতায় বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কবে

আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

Must read

আজ মঙ্গলবার ইতিমধ্যেই কলকাতায় সকাল থেকেই বেড়েছে তাপমাত্রা (temperature)। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি উত্তরবঙ্গের তিন জেলাতে হবে। দার্জিলিং ও জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বাকিদের তুলনায় একটু বেশি। তবে মালদা ও দুই দিনাজপুরে পরিষ্কার আকাশ। আগামিকাল থেকে তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন-সিকিমের ধসে বাড়ছে মৃতের সংখ্যা

আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক গরম হবে। পশ্চিমের জেলাগুলিতে গরম বেশি হবে। কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে।তাপমাত্রা আরো বাড়বে। আগামী কয়েক দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

Latest article