প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই দেশে আছড়ে পড়েছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউ। কিন্তু কড়া লকডাউন, করোনাজনিত বিধিনিষেধ এবং টিকাকরণের মাধ্যমে করোনার তৃতীয় ঢেউকে অনেকটাই প্রতিহত করা গিয়েছে। দেশে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমে আসছে। বাড়ছে সুস্থতার হার। এই পরিস্থিতিতে সপ্তাহের প্রথম দিন সোমবার দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে এল এক লাখের নিচে। একইসঙ্গে এদিন করোনায় দৈনিক মৃতের সংখ্যাও হাজারের নিচে নেমেছে। তবে মৃতের সংখ্যা এখনও যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন-অধিনায়ক রোহিতকে ৯.৯৯ দিলেন গাভাসকর
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন। এই সংখ্যাটা রবিবারের তুলনায় অনেকটাই কম। কমেছে করোনা পজিটিভিটির হার। সোমবার সকালে করোনা পজিটিভিটির হার ছিল ৭.২৫ শতাংশ। কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৮৯৫ জন। রবিবারের তুলনায় মৃতের সংখ্যা ফের বেড়েছে। সোমবার সকাল পর্যন্ত গোটা দেশে ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.১৯ শতাংশ। সোমবার সকাল পর্যন্ত গোটা দেশে ১৬৯ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার ৭৫৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মুজফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয়: টিকায়েত
সংক্রমণ ধীরে ধীরে অনেকটা নিয়ন্ত্রণে আসায় ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ খুলতে শুরু করেছে। অফিসগুলিতেও কর্মীদের সংখ্যা বাড়ছে। এমনকী, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট প্রচারের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা জারি করেছে নির্বাচন কমিশন।