সংবাদদাদাত, আলিপুরদুয়ার : মাত্র কয়েকদিনের ব্যাবধানে পাহাড়ের চুড়োর পর সমতলের জঙ্গলে দেখা মিলল জঙ্গলের রাজার। নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পর দক্ষিণরায় ধরা দিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। মাত্র কয়েক দিনের ব্যাবধানে উত্তরের বনাঞ্চলের দুই জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব বনকর্তাদের উচ্ছ্বসিত করেছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসেই বক্সায় একটি বাঘের অস্তিত্বর কথা জানিয়েছিল বনদপ্তর। প্রমান হিসেবে প্রকাশ করেছিল সেই বাঘের ছবিও।
আরও পড়ুন-দৃষ্টান্ত বীরভূম জেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠক, উন্নয়নের প্রশ্নে শাসক-বিরোধী একজোট
ওই ঘটনার দু বছর পর ফের সেই ডিসেম্বর মাসেই দেখা মিলল জঙ্গলের রাজার। বন দফতর সূত্রে জানা গেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিম বিভাগের পানা রেঞ্জের গভীর জঙ্গলে ওই পূর্ণবয়স্ক পুরুষ বাঘটির ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। আসলে দীর্ঘদিন ধরে বক্সাকে বাঘেদের নিরাপদ বিচরণভূমি হিসেবে তৈরি করতে নানা পদক্ষেপ নিয়েছে বন দফতর। বাঘেদের খাদ্যশৃঙ্খল সঠিকভাবে তৈরি করতে কয়েক ধাপে বাইরে থেকে কয়েকশো চিতল হরিণ এনে ছাড়া হয়েছে সেখানে।
আরও পড়ুন-দুয়ারে সরকার, জমা-পড়া আবেদনের অর্ধেক নিষ্পত্তি
জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশে বক্সার জঙ্গলের কোর এলাকায় থাকা দুটি বন বস্তি স্থানান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, বক্সায় বাঘ যে আছে এই ছবিই তা প্রমাণ করে। বক্সায় বাঘ সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সদর্থক নথি। আমরা বক্সায় বাঘেদের বসতির আদর্শ পরিবেশ তৈরি করতে প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ।