সংবাদদাতা, ডায়মন্ড হারবার : দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার বিষ্ণুপুর-২ ব্লক থেকে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে ১২ জনের একটি দল সুন্দরবনে (Sundarban) বেড়াতে এসে সাক্ষাৎ বাঘের দর্শন পেল। বিষ্ণুপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সোমাশ্রী বেতাল তিনদিনের জন্য ঘুরতে এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা নবকুমার বেতালও। সুন্দরবন ভ্রমণে এসে বাঘের দর্শন পেয়ে খুশি বেতাল দম্পতি। সুন্দরবনের (Sundarban) ঝিলা রেঞ্জের চিলামারির জঙ্গলে একটি খাঁড়ি পেরিয়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যেতে দেখা যায়। প্রথমে বাঘটি চিলামারির জঙ্গলের একটি খাঁড়িতে বেশ কিছুক্ষণ বসে ছিল। পরে খাঁড়ি পেরিয়ে দুলকি চালে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। নদীতে ভ্রমণের সময় পর্যটকরা সেই দৃশ্য দেখে নিজেদের মোবাইল ফোনেই তা ক্যামেরাবন্দি করেন। সুন্দরবন ভ্রমণে এসে বাঘের দর্শন মেলায় যথেষ্ট খুশি পর্যটক দলটি।