বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যাওয়ার নির্দেশ পরিবহণ দফতরের

Must read

বাবুঘাট থেকে পাকাপাকি ভাবে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিল পরিবহণ দফতর৷ সোমবার কলকাতার আঞ্চলিক পরিবহণ দফতরের (Transport Department) সচিব বিভিন্ন বাস- মিনিবাস মালিকদের সংগঠনগুলিকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন৷ ওই নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে সরিয়ে নিতে হবে৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের মতো একাধিক সংগঠনকে পরিবহণ দফতরের (Transport Department) তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ সাঁতরাগাছিতে অনেক দিন আগেই বাস টার্মিনাস তৈরি হয়ে গিয়েছে৷ অতীতেও বাস স্ট্যান্ড সরানোর তোড়জোড় হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি৷ এবার পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যেই সব বাসকেই সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে যেতে হবে। পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷

এই মুহূর্তে বাবুঘাট থেকে মূলত দূরপাল্লার বাসগুলি ছাড়ে৷ এ ছাড়াও কিছু কলকাতার সঙ্গে শহরতলিতে যাতায়াতকারী কিছু বেসরকারি বাসও বাবুঘাট থেকে ছাড়ে৷ এই সব বাসকেই সাঁতরাগাছিতে সরে যেতে হবে।

Latest article