করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের নামে শহরে প্রতারণার নতুন ফাঁদ পেতেছে জালিয়াতরা। এ বিষয়ে সবাইকে সতর্ক করল কলকাতা পুলিশ। এদিন কলকাতা পুলিশের তরফে জারি করা এক বার্তায় বলা হয়েছে, বুস্টার ডোজ নেবেন কিনা জানতে চেয়ে মোবাইলে ফোন বা মেসেজ করছে প্রতারকরা।
আরও পড়ুন-সংক্রমণ কম, তবু তৈরি হাওড়া
উত্তর হ্যাঁ বললেই একটা লিংক পাঠাচ্ছে। আর তাতে ক্লিক করলে আসছে ওটিপি। এবার প্রতারকরা ওটিপি চেয়ে নিচ্ছে। আর ফাঁদে পড়েই সর্বনাশ হচ্ছে অনেকের। এই পদ্ধতিতে প্রতারকরা গ্রাহকের ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে। ফলে এ জাতীয় কল বা মেসেজ সম্পর্কে সবাইকে সাবধান করে দিয়েছে লালবাজার।