সংক্রমণ কম, তবু তৈরি হাওড়া

এখানকার টিএল জয়সোয়াল হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৩০০টি বেড তৈরি রাখা হয়েছে। সেখানে ৩৫ জন এখন চিকিৎসাধীন রৎেছেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : কোভিড সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও চিকিৎসা পরিকাঠামোয় কোনওরকম খামতি রাখতে চান না বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। কোভিড রোগীদের আপৎকালীন চিকিৎসার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করলেন বিধায়ক। নিজে উদ্যোগ নিয়ে বালি বিধানসভা এলাকার বাসিন্দাদের জন্য ১০টি অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থা করলেন ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এগুলি বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল, টিএল জয়সোয়াল হাসপাতাল ও বালি পুরসভার অধীনে লিলুয়ার সিলভার জুবিলি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন তিনি। এরই সঙ্গে ৩টি অক্সিজেন কন্সেন্ট্রেটর নিজের কাছেও রেখে দিয়েছেন তিনি।

আরও পড়ুন-বাড়িতে পৌঁছে যাবে স্কুল ড্রেস, বই

বালি এলাকার কোনও মানুষের আচমকা জরুরি প্রয়োজনে অক্সিজেন দরকার হলে এগুলি দ্রুত ব্যবহার করা যাবে। বাড়িতেই ওই কন্সেন্ট্রটর নিয়ে দ্রুত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হবে। ডাঃ রাণা চট্টোপাধ্যায় জানান ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেখেছিলাম অক্সিজেনের অনেকসময়ই ভীষণ প্রয়োজন হচ্ছে। সেইসময় বেলুড় লালবাবা কলেজে অক্সিজেন পার্লার খুলেছিলাম। এবার দরকারের সময় যাতে অক্সিজেন পেতে কারোর কোনও সমস্যা না হয় সেই উদ্দেশ্যেই অক্সিজেন কন্সেন্ট্রটরগুলির ব্যবস্থা করা হল।

আরও পড়ুন-সুতিতে অকাল ঝড় ও শিলাবৃষ্টিতে ভাঙল বাড়ি, নষ্ট ফসল

পাশাপাশি এখানকার টিএল জয়সোয়াল হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৩০০টি বেড তৈরি রাখা হয়েছে। সেখানে ৩৫ জন এখন চিকিৎসাধীন রৎেছেন। ওখানে পর্যাপ্ত ভেন্টিলেটর রয়েছে। সিসিইউ বেডও আছে। এবার অক্সিজেন কন্সেন্ট্রেটারেরও ব্যবস্থা করা হল। কোভিড চিকিৎসার ক্ষেত্রে কোনও খামতি রাখা হচ্ছে না। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই রাখা হয়েছে।’ উল্লেখ্য বুধবার হাওড়ায় সংক্রমণের সংখ্যা কিছুটা কমেছে।

Latest article