সুতিতে অকাল ঝড় ও শিলাবৃষ্টিতে ভাঙল বাড়ি, নষ্ট ফসল

বিশেষ করে পিঁয়াজচাষে ব্যাপক ক্ষতি হবে। পাশাপাশি ২০ থেকে ২৫টি বাড়িঘরের চালাও লন্ডভন্ড হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর :‌ অকাল ঝড়বৃষ্টিতে গ্রামবাংলা ব্যাপক ক্ষতির মুখে। মুর্শিদাবাদের সুতি ২ ব্লকের মহিষাইল ২ গ্রাম পঞ্চায়েতের লোকাইপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে বেশ কিছু ঘরবাড়িরও। হঠাৎ করেই বদলে যায় আবহাওয়া। সন্ধে ঘনিয়ে রাত নামতেই শুরু হয় বৃষ্টি, সঙ্গে হিমেল হাওয়া। জবুথবু হয়ে পড়েছেন সুতির মানুষ। বুধবারের এই বৃষ্টিভেজা শীতের রাত সাড়ে ৮টা নাগাদ হিমেল বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি পড়তে শুরু করে। ধীরে ধীরে বৃষ্টি ও বাতাসের জোর বাড়ে। প্রায় ২৫ মিনিট পর বন্ধ হয় বৃষ্টি।

আরও পড়ুন-ক্যান্সার রোগীদের জন্য চুল দিলেন স্বাস্থ্যকর্মী

বুধবার রাতের ওই অল্প সময়ের শিলাবৃষ্টিতেই ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। পিঁয়াজ, আমের মুকুল, সজনের ফুল থেকে আলু, কুমড়ো, সর্ষে— সব ধরনের ফসলই নষ্ট হয়েছে মাঠে। ভাঁজ পড়েছে চাষিদের কপালে। আচমকা শিলাবৃষ্টির পরে এই সব এলাকায় বিঘার পর বিঘা জমির ফসল একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। মাঠের ফসল নুয়ে পড়ে ব্যাপক ক্ষতির আশষ্কা করছেন কৃষকেরা। অনেক গাছপালার ডাল ভেঙে পড়েছে। বিশেষ করে পিঁয়াজচাষে ব্যাপক ক্ষতি হবে। পাশাপাশি ২০ থেকে ২৫টি বাড়িঘরের চালাও লন্ডভন্ড হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।

আরও পড়ুন-মকর পরবে শালপাতায় মোড়া মাংসের পিঠে

বাঁকুড়া থেকে সংবাদদাতা জানাচ্ছেন : বাঁকুড়ার ছাতনা থানা এলাকার বিস্তীর্ণ এলাকায় বুধবার রাতে প্রায় আট মিনিট ধরে প্রবল শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টির ফলে আলু, সরষে–‌সহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Latest article