ক্যান্সার রোগীদের জন্য চুল দিলেন স্বাস্থ্যকর্মী

ফ্যাশন নয়, যত্ন করে চুল বাড়ান ক্যান্সার–‌আক্রান্তদের উপহার দেবেন বলে। কয়েক বছর আগে এক ক্যান্সার–‌আক্রান্ত মেয়েকে দেখেছিলেন।

Must read

অনুপম সাহা, কোচবিহার : পিঠ পর্যন্ত ঘন কালো চুল। না কোনও মহিলা নয়, পুরুষ। পেশায় স্বাস্থ্যকর্মী। নাম সুমন্ত সাহা। ফ্যাশন নয়, যত্ন করে চুল বাড়ান ক্যান্সার–‌আক্রান্তদের উপহার দেবেন বলে। কয়েক বছর আগে এক ক্যান্সার–‌আক্রান্ত মেয়েকে দেখেছিলেন। কেমোথেরাপির পর সমস্ত চুল উঠে গিয়েছিল তার।

আরও পড়ুন-মকর পরবে শালপাতায় মোড়া মাংসের পিঠে

মেয়েটি চুল উঠে যাওয়ায় দুঃখী ছিল। তা সুমন্তকে গভীরভাবে নাড়া দেয়। তারপর থেকেই এই ধরনের রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন সুমন্ত। টানা দু বছর চুল না কেটে সেই চুল পশ্চিমবঙ্গের ডোনেট হেয়ার সংস্থায় দান করেন কোচবিহার অমরতলার এই বাসিন্দা। সুমন্ত বলেন, ‘‌বছরদুয়েক আগে বাংলা দেশে নাটক করতে গিয়েছিলাম। ফেরার পথে দশ বছরের ক্যান্সার–‌আক্রান্ত এক শিশুকন্যাকে দেখতে পাই। সে তার বাবা–‌মায়ের সঙ্গে আসছিল চিকিৎসার জন্য। তার সমস্যার কথা শোনার পর থেকেই চুল রাখার কথা ভাবি। একটি সংস্থায় চুল দান করি। যাতে ক্যান্সার আক্রান্তরা চুল উঠে যাওয়ার দুঃখ ভুলতে পারে।’‌ ক্যাপশনঃ ক্যান্সার রোগীদের জন্য চুল কাটাচ্ছেন সুমন্ত সাহা।

Latest article