অপেক্ষার অবসান। খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল। এই মাসের শেষেই এই লাইনে মেট্রোর ট্রায়াল রান শুরু হতে চলেছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান সব ঠিকঠাক থাকলে নভেম্বর মাসেই ৬ কিলোমিটার পথে মেট্রো চলবে। ।
আরও পড়ুন-ওয়েস্টমিনস্টার হলে রানিকে শ্রদ্ধা জানানোর অনুমতি পেল না চিনা দল
গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রো লাইনের মধ্যে রুবির কাছে অভিষিক্তা অঞ্চলে একটি সমস্যা দেখা গিয়েছিল। সেই সমস্যার সমাধান হয়েছে। ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হয়েছে। জানা যাচ্ছে একটি নন এসি রেকেই ট্রায়াল রান চালানো হবে গড়িয়া থেকে রুবি পর্যন্ত। নোয়াপাড়া কারশেড থেকে এই নন এসি রেক কবি সুভাষ স্টেশনে আসবে। গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ৩২ কিলোমিটারের মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত থাকছে ৫ স্টেশন। ‘
আরও পড়ুন-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন বলল সুপ্রিম কোর্ট
রুবি মোড়ের স্টেশনটির নাম হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এক বছর আগে থেকেই এই পাঁচটি স্টেশন তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, অভিষিক্তার কাছে ১৬০ মিটার ভায়াডাক্টের সমস্যা ট্রায়াল রান পিছিয়ে দেয়। কিন্তু সেই জট কেটেছে।এবার গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো পথে প্রথম ফেজের ট্রায়াল রান হতে কোন সমস্যা আর নেই জানাচ্ছে মেট্রো। ট্রায়াল রান শেষ হলেও আপাতত এই ৫টি স্টেশনে ‘ওয়ান ট্রেন ওনলি’ পদ্ধতিতেই মেট্রো চলবে। এর মানে হল একবার একটিই রেক চালানো হবে। সেটি গন্তব্যস্থলে পৌঁছলে আবার অন্য রেক যাত্রা শুরু করবে।
আরও পড়ুন-তৃণমূলের প্রশ্নের সদুত্তর দিলেন না কেন্দ্রীয় মন্ত্রী
এই মুহূর্তে যদিও সিগনালিং ব্যবস্থা ছাড়াই নিউ গড়িয়া-রুবি পর্যন্ত মেট্রো চলবে। এই পাঁচ কিলোমিটার পথে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে কবি সুকান্ত এবং নিউ গড়িয়া স্টেশনের কাজ কিছুটা বাকি রয়েছে। এই বছরের শেষেই চালিয়ে দেওয়া হবে মেট্রো।