প্রতিবেদন: রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে যে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিজেপি সহ বিরোধীরা, বুধবার লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ নস্যাৎ করে দেন। এই ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার জন্য বিজেপি ইন্ধন যোগালেও, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শান্তি বজায় রাখার বার্তাও দেওয়া হয়েছে। আজ স্বয়ং মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাচ্ছেন। লোকসভায় এই বিষয় নিয়ে বিজেপি রাজনীতি করার চেষ্টা করলে গতকাল তার কড়া জবাব দেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার এই বিষয়ে দ্রুত উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। দয়া করে বিষয়টিকে নিয়ে রাজনীতি করবেন না। রামপুরহাট কাণ্ডের বিষয়ে বিশদে জানানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুর একটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল সাংসদরা। সেইসঙ্গে এই ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়েও নালিশ জানাবেন তাঁরা।
আরও পড়ুন – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ তৃণমূল সংসদীয় দলের
উল্লেখ্য, মঙ্গলবার বগটুই গ্রামের ঘটনা নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলার নির্বাচিত সরকারকে উৎখাতের দাবি জানান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যরা৷ এবার পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বগটুই গ্রামের প্রকৃত ঘটনা নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সুদীপ লোকসভায় জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরেই এই দুঃখজনক ঘটনা ঘটেছে। তৃণমূলের উপপ্রধান খুন হয়েছেন। সিট গঠন করে তদন্ত হচ্ছে।