প্রতিবেদন : নিম্নচাপের বৃষ্টিতে পণ্ড হল ছুটির দিন। শনিবার দফায় দফায় শুরু হওয়া বৃষ্টি রবিবার রাত পর্যন্ত থামলই না। রবিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। শুরু হয় বৃষ্টি। বেলা বাড়তেই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পায়। কলকাতার বিধাননগর, সল্টলেক-সহ কিছু এলাকায় জল জমে। যদিও পুরসভার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হতে বেশিক্ষণ সময় লাগেনি। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। তবে, বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির পরিমাণ কম থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা।
আরও পড়ুন-শিক্ষায় ফের কেন্দ্রের থাবা
রবিবার ছুটির দিন একপ্রকার ঘরে বসেই কাটাতে হয় শহরবাসীকে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তই শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে রবিবার থেকে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই হালকা মাঝারি বৃষ্টি চলছে কলকাতায়। আজ সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা বৃদ্ধির সেভাবে কোনও সম্ভাবনা নেই।