প্রতিবেদন : ইদের আগেই রাজ্যে হাওয়া (Weather- Bengal) বদলের ইঙ্গিত। গ্রীষ্মের প্রবল দাবদাহে বিপর্যস্ত জনজীবন। চলতি সপ্তাহভর এই পরিস্থিতি চলবে। তবে শনিবার ইদের দিন থেকেই ধীরে ধীরে এই তাপপ্রবাহ কমতে শুরু করবে বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইদের সময় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।
আরও পড়ুন- যোগীপুলিশ চায় আরও এনকাউন্টার!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মরুভূমিকে পিছনে ফেলে সোমের পরে মঙ্গলেও এগিয়ে রয়েছে বাংলা (Weather- Bengal)। বেশ কিছু জায়গায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রয়েছে। তাপপ্রবাহের এই পরিস্থিতি আগামী ২০ তারিখ পর্যন্ত বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়াতে বুধবারেও প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও আগামী দু’দিন প্রবল তাপপ্রবাহ চলবে। কলকাতা, হুগলি বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ২১ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষা আসছে যথা সময়ে। বৃষ্টিও হবে স্বাভাবিক।