মুখোমুখি সংঘর্ষে ট্রেন দুর্ঘটনা

Must read

দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে (Goods Train Accident) ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি ধাক্কা লাগায় দুটি ট্রেনের ইঞ্জিনই উল্টে গিয়ে আগুন লেগে যায়। মৃত্যু হয় মালগাড়ি চালকের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। দুর্ঘটনার জেরে বিলাসপুর-কাটনি রুটে ট্রেন চলাচল ব্যহত হয়েছে।

জানা গিয়েছে, সিংপুর রেলওয়ে স্টেশনের কাছে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের (Goods Train Accident) জেরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একজন মালগাড়ির চালক মারা গিয়েছেন, অপরজন আহত হয়েছেন। দুইজন রেলকর্মীও আটকে পড়েছেন ইঞ্জিনের ভিতরে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।তবে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল। প্রাথমিক তদন্তে অনুমান, লাইনের সিগন্যালিংয়ে ভুল হওয়ার কারণেই এক লাইনে চলে আসে দুটি মালগাড়ি। দুটি ট্রেনেরই গতি বেশি থাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী ও ডোভালই দায়ী, বিস্ফোরক প্রাক্তন সেনাপ্রধান

Latest article