আবারও কর্মী ছাঁটাই মেটা’য়

Must read

আবারও মেটা (Meta Layoffs) সংস্থায় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু। আজ, বুধবার থেকেই শুরু হচ্ছে ছাঁটাই প্রক্রিয়া। মেটা সূত্রে খবর, প্রতিষ্ঠাতা জুকারবার্গ চেয়েছিলেন আরও ভালো এবং কর্মক্ষম কর্মীগোষ্ঠী তৈরি করতে। সেই লক্ষ্যেই নতুন করে কাজ এবং কর্মী সাজাতেই এই পদক্ষেপ। যার প্রভাব পড়তে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কর্মীদের উপর। এর আগে নভেম্বরেই কর্মী ছাঁটাই করেছিল মেটা। যার জেরে মাস ছ’য়েক আগেই ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল। দ্বিতীয় দফায় আরও অন্তত ১০ হাজার কর্মীর চাকরি যেতে চলেছে বলেই খবর!

আন্তর্জাতিক অর্থনৈতিক পত্রিকা ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবারই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করবে মেটা (Meta Layoffs)। সেই বিবৃতি তারা স্বচক্ষে দেখেছে বলেও দাবি করেছে পত্রিকাটি। জুকারবার্গ অবশ্য গত মার্চেই খরচ কমানোর স্বার্থে আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, এপ্রিলের পর মে মাসেও আবার আরও এক দফা কর্মী ছাঁটাই হতে পারে মেটায়। মেটায় ছাঁটাইয়ের যে আনুষ্ঠানিক বিবৃতি ইতিমধ্যেই ম্যানেজারদের হাতে পৌঁছেছে, তাতে বলা হয়েছে, কর্মীদের আলাদা আলাদা কাজের দায়িত্বপ্রাপ্ত যে দল রয়েছে, সেগুলিকে নতুন করে তৈরি করা হবে। ছাঁটাইয়ের পরে অবশিষ্ট কর্মীদের নতুন ম্যানেজারের অধীনে কাজ করতে হবে।

আরও পড়ুন-মুখোমুখি সংঘর্ষে ট্রেন দুর্ঘটনা

Latest article