প্রতিবেদন: শহর জুড়ে একটাই প্রশ্ন, কবে আসবে বৃষ্টি, দাবদাহ থেকে মিলবে মুক্তি? টানা ৫৮ দিন বৃষ্টি নেই কলকাতায়। চলছে তাপপ্রবাহ। কিন্তু শহরবাসীর উদ্বেগ এখনই শেষ হচ্ছে না। আরও দু’ থেকে তিনদিন একই অবস্থা চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার এমনই জানাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন-জখম শ্রমিকদের নিখরচায় চিকিৎসা, হাসপাতালে দেখতে সাবিনা
গরমের এই জ্বলুনির মধ্যেই এদিন বাঁকুড়ায় মাত্র ৮ মিনিট বৃষ্টি হয়েছে। বাঁকুড়ার মতোই বীরভূম ও দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কিন্তু, সামগ্রিকভাবে স্বস্তির বৃষ্টি এখনও অধরা, নেই কোনও পূর্বাভাস। ফলে দক্ষিণবঙ্গে গরম থাকারই সম্ভাবনা। অধিকাংশ জেলার তাপমাত্রা আগেই ৪০ ছাড়িয়ে গিয়েছে। আগামী কয়েকদিন তা চল্লিশের ওপরেই থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে। পাশাপাশি বৃষ্টিশূন্য পরিস্থিতিও চলবে। আজ শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে।
আরও পড়ুন-পাথুরে জমিতে ‘মাটির সৃষ্টি’র নতুন টান বুদ্ধ পার্ক
রবিবারের পর আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। সেক্ষেত্রে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল হতে পারে। বুধবার বিকেলে হালকা হাওয়া, মেঘ থাকলেও কালবৈশাখীর দেখা মেলেনি। তীব্র গরমে বুধবার পর্যন্ত রাজ্য চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া থেকে আরও এক মহিলার মৃত্যুর খবর এসেছে।