আসন্ন ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না। প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ভোটে কোথাও অশান্তি হলে তার পুরো দায় কমিশনের ঘাড়েই চাপবে বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন আছে কিনা তা নিয়ে জেলাশাসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে দ্রুত বৈঠক করতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে। প্রত্যেক জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনার। পরে রাজ্যের ডিজি, আইজি ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে (West Bengal Election Commission)। যার ভিত্তিতে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে কমিশনকে, কেন কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নয়! তারপর যদি ভোটের দিন কোনও অশান্তির অভিযোগ ওঠে, তাহলে তার দায় নিতে হবে কমিশনারকেই। এই নির্দেশ পাওয়ার পরেই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার। এরপরই বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার প্রেক্ষিতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলে অসুবিধা কোথায়? কোনও ক্ষতি তো নেই।’